Surprise Me!

ডিএনসিসির বোর্ড সভায় অনুপস্থিত ৯ কাউন্সিলরকে শোকজ | Jagonews24.com

2021-06-15 0 Dailymotion

টানা তিনটি বোর্ড সভায় উপস্থিত না থাকায় ৯ জন ওয়ার্ড কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৩ অক্টোবর) গুলশানের ডিএনসিসি নগরভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম এ তথ্য জানান।<br /><br />আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির ৯ জন ওয়ার্ড কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আমাদের আইন হচ্ছে যারা পরপর তিন সভায় উপস্থিত থাকবেন না তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। এ সকল কাউন্সিলর পর পর ৩টি বোর্ড সভায় অনুপস্থিত ছিলেন। তারা কেন উপস্থিত হতে পারেননি তার জবাব চেয়েছে বুধবার নোটিশ দিয়েছি। জবাব সন্তোষজনক না হলে আইনি ব্যবস্থা নেয়া হবে...<br /><br />বিস্তারতি পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/national/news/534807

Buy Now on CodeCanyon